New Update
/anm-bengali/media/media_files/4VX2tR8Vo3f5rUcTOW5V.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ ১ জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন। এই বিশেষ দিনে গোটা বিশ্বের মানুষ আনন্দ উদযাপনে মেতে উঠেছেন। তবে এই বিশেষ দিনে সকলকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েও বেসুরো হতে দেখা গেল বিজেপির অনুপম হাজরা (Anupam Hazra)-কে। বছরের শুরুতেই যেন তিনি বিতর্ক উস্কে দিলেন। আজ তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘নতুন বছর সৎ এবং নিষ্ঠাবানদের কাছে সুখকর হোক। অসৎ এবং দুর্নীতি পরায়ণদের কাছে যন্ত্রণাদায়ক হোক।‘ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিজেপি নেতার নিশানায় কে? বিজেপি নেতৃত্ব নাকি জেলা নেতৃত্ব? প্রশ্ন থেকেই যাচ্ছে।
#HappyNewYear2024pic.twitter.com/Gq1VbUEq4j
— Dr. Anupam Hazra 🇮🇳 ডঃ অনুপম হাজরা ✨ (@tweetanupam) January 1, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us