SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/4VX2tR8Vo3f5rUcTOW5V.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়ালেন অনুপম হাজরা (Anupam Hazra)। এবার কি নির্দল প্রার্থী হয়েই লড়বেন অনুপম? এমনই জল্পনা উস্কে দিলেন তিনি। অনুপম হাজরা জানান, ‘দল টিকিট না দিলেও বোলপুর লোকসভা কেন্দ্র থেকেই লড়ব। ভোটে দাঁড়ানোর জন্য দলের প্রয়োজন হয় না। দলের কেউ কেউ ভোটে দাঁড়ান পার্টির ফান্ডকে নিজের ফিক্সড ডিপোজিট মনে করে।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us