'গীতা পাঠে যোগ দেওয়ার জন্যেও তোলা হয়েছে টাকা', বিস্ফোরক অনুপম

‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠান নিয়ে এবার বোমা ফাটালেন অনুপম হাজরা।

author-image
SWETA MITRA
New Update
sc

নিজস্ব সংবাদদাতাঃ ব্রিগেডের বুকে আয়োজিত হওয়া ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠান নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)। তার বক্তব্য, ‘গীতা পাঠে যোগ দেওয়ার জন্যেও টাকা তোলা হয়েছে। চোরমুক্ত বিজেপি চাই।‘ তিনি আরও লেখেন, 'এটা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার !!! শেষ পর্যন্ত "লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ" - এখান থেকেও দুর্নীতি, টাকা উপার্জন !!! ??? হায়রে - এরা আদৌ হিন্দু !!!??? অবশ্য সংগঠনের কাছের লোক হলে শত চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলেও কোন পরিবর্তন হবে না, উল্টে মেয়াদকাল আরো বাড়তে পারে !!! আর কতদিন যে "চোর মুক্ত বিজেপি চাই" বলে গলা ফাটাতে হবে কে জানে !!!????' এটা আর বুঝতে কারোর বাকি নেই যে বীরভূমের বিজেপির নেতৃত্বকে নিশানা করেছেন অনুপম হাজরা।