New Update
/anm-bengali/media/media_files/DqJkjKNmkhUbnfSzTzup.jpg)
নিজস্ব সংবাদদাতা: বীরভূমের দাপুটে তৃণমূল নেতা (TMC Leader) অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) নাকি তিহাড় জেলের (Tihar Jail) কক্ষের মধ্যে হাউহাউ করে কেঁদে চলেছেন। নিজে জামিন (Bail) পাচ্ছেন না তিনি, রাজ্যে ফিরতে পারছেন না আর তার উপর মেয়েকে গ্রেফতার (Arrest) করেছে ইডি (ED)। মেয়ের এই অবস্থা তৃণমূল জেলা সভাপতিকে ভেঙে একেবারে গুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। তিনি নাকি কেবলই বলে চলেছেন যে "সব শেষ হয়ে গেলো। মেয়েটাকেও ছাড়লো না ওরা"। এবার যে কোনও মূল্যে জামিন চাইছেন কেষ্ট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us