New Update
/anm-bengali/media/media_files/2024/10/21/q5NqNUbn8AUW9yQRJKlF.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: একে তো এসডিপিও অফিসে ডাক পড়ার ৭ দিন পর হাজির হলেন তাও আবার ঢুকলেন অফিসের পিছন গেট দিয়ে। তবে বেরোলেন সামনের গেট দিয়েই। জিজ্ঞাসাবাদের ২ ঘণ্টা পর এসডিপিও অফিস ছাড়লেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল।
/anm-bengali/media/media_files/QQUtI8PUEFxCbVlQsx0u.jpg)
এদিন স্বভাবচরিত ভঙ্গিমায় এসডিপিও-র অফিস ছাড়েন কেষ্ট। মুখে ছিল স্বস্তির হাসি। তবে কীসে তিনি স্বস্তি পেয়েছেন, তা শেয়ার করেননি অনুব্রত। এদিন অফিস থেকে বেড়তেই নিজের গাড়ি করে দলীয় কার্যালয়ে পৌঁছে যান অনুব্রত। সাংবাদিকরা হাজারো প্রশ্ন করলেও এদিন কোনও প্রশ্নের উত্তর দেননি কেষ্ট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us