New Update
/anm-bengali/media/media_files/2025/10/20/anukali-2025-10-20-17-07-29.png)
নিজস্ব প্রতিনিধি, বীরভূম: সোমবার কালীপুজোর দিন বোলপুর জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে মা কালীর দর্শন করলেন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। প্রথমেই জেলা তৃণনমূলের দলীয় কার্যালয়ে ঢুকে রান্নাঘরে গিয়ে রান্নার সমস্ত কাজ খতিয়ে দেখলেন। পাশাপাশি জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে উপরে এসে মা কালীর দর্শন করলেন এবং ভক্তি ভরে প্রণাম করলেন।
অনুব্রত মণ্ডল বলেন, “এই একটাই পুজোতে আমি উপোস থাকি। প্রচুর মানুষ আসেন। সবাইকে প্রসাদ দেওয়া হয়। নিয়ম-নিষ্ঠার সঙ্গে পুজো হয়। মা খুব জাগ্রত"।
দলীয় কার্যালয়ে মা কালীকে সোনায় মুড়ে ফেলা হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, “মায়ের কাছে অনেকেই মানসিক করেন। তারা এসে সোনা দিয়ে যান। আজকেই দেখুন না প্রায় ১২ ভরি সোনার গহনা পড়বে মায়ের কাছে। সব মানসিকের জিনিস"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/20/screenshot-2025-10-20-170714-2025-10-20-17-07-44.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us