New Update
/anm-bengali/media/media_files/3QeqHElbm3rHYXQGZRCL.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ভোটের ময়দান থেকে অনেক দূরে দিল্লির তিহাড় জেলই এখন ঠিকানা 'বীরভূমের বাঘ' অনুব্রত মণ্ডলের। বাংলায় মসনদে পালাবদলের পর তিনিই ছিলেন বীরভূমের একছত্র দোর্দণ্ডপ্রতাপ নেতা। ২০১৩ ও ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জেলায় দাপিয়েছেন তিনি। সেই কেষ্টবিহীন বীরভূমে এবারেও বজায় রইল তৃণমূল ম্যাজিক।
বীরভূম জেলা পরিষদের ৫২টি আসনের মধ্যে ৫১টিতেই সবুজ ঝড় উঠেছে। অনুব্রতহীন বীরভূমে তৃণমূল ভাল ফল করেছে। তৃণমূলের এই জয়ের খবর তিহাড়ে বসেই পেয়েছেন কেষ্ট মণ্ডল। তাঁর করা ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় বেজায় খুশি এই তৃণমূল নেতা। অনুব্রতর আইনজীবী দাবি করেছেন যে বাংলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে ওয়াকিবহাল তাঁর মক্কেল কেষ্ট মণ্ডল। তিনি নাকি অত্যন্ত খুশি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us