/anm-bengali/media/media_files/2024/10/21/q5NqNUbn8AUW9yQRJKlF.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বোলপুরের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে নতুন বিতর্ক! পুলিশ আধিকারিক ও তাঁর মা ও স্ত্রীকে যে অসভ্য ভাষায় গালিগালাজ করেছিলেন অনুব্রত মণ্ডল; সেই অডিও ক্লিপটি নাকি অনুব্রত মণ্ডলের নয়, বরং এআই (AI)-এর তৈরি বলে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা অনুব্রতর ঘনিষ্ঠ অনুগামী গগন সরকার।
গত সপ্তাহে ভাইরাল হওয়া এক অডিও ক্লিপে শোনা গিয়েছিল, অনুব্রত মণ্ডল এক পুলিশ আধিকারিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন এবং তাঁর বাড়ির মহিলাকে অসম্মান করছেন। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজ্যজুড়ে। এরপরেই দলের নির্দেশে অনুব্রত একটি চিঠি দিয়ে ক্ষমা চান। সেই চিঠিতে যদিও এআই প্রসঙ্গ ছিল না।
/anm-bengali/media/media_files/QQUtI8PUEFxCbVlQsx0u.jpg)
কিন্তু আজ, অনুব্রতের আইনজীবীর সঙ্গে বোলপুর থানায় এসে গগন সরকার দাবি করেন, “কোনও ফোন কল অনুব্রত মণ্ডল করেননি। সবটাই AI-এর মাধ্যমে তৈরি করা হয়েছে”।
প্রসঙ্গত, ক্ষমা চাওয়ার বিষয়ে গগন বলেন, “দল নির্দেশ দিয়েছে বলেই উনি ক্ষমা চেয়েছেন। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। দল যা বলবে, তিনি তাই করবেন। এই ঘটনার পিছনে বিজেপি কিংবা দলের ভিতরের কেউ থাকতে পারে। দল যা তদন্ত করার করবে”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us