“মান্ড্যায় শিল্পকেন্দ্র গড়ার জন্য জমি খোঁজা চলছে”—বললেন কেন্দ্রীয় মন্ত্রী এইচ. ডি. কুমারস্বামী
প্রথম নির্বাচনের পর বিহারে ইতিমধ্যেই ৮০ আসনে জিতছে কংগ্রেস ও জোট, হারছে বিজেপি- জানিয়ে দেওয়া হল
আরজি কর কাণ্ডে নতুন মোড়, মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি দেবাংশু বসাক
কামিয়ানস্কেতে রুশ হামলায় নিহত ১, আহত ৮ — ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মৃতদেহ
ইভানো-ফ্রাঙ্কিভস্কে অফিসে চার্জিং স্টেশন বিস্ফোরণ — আহত দুই, ৪০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে
সুমি অঞ্চলে দখলদার বাহিনীর হামলায় বেসামরিক গাড়ি বিধ্বস্ত
রুশ ড্রোন হামলায় দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চল কাঁপল — আহত চার, ভবন ক্ষতিগ্রস্ত
তাংধারে অগ্নিকাণ্ড রুখল সেনাবাহিনী — বিপর্যয় থেকে বাঁচল গোটা গ্রাম
অন্ধ্রপ্রদেশের সরকারি স্কুলের ৫২ শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু

'দাদা কিছু করেননি, AI দিয়ে ভুল অডিও করে তাঁকে ফাঁসানো হচ্ছে', দাবি অনুব্রত ঘনিষ্ঠের

চিঠিতে যদিও এআই প্রসঙ্গ ছিল না।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
anubrataleave

File Picture

নিজস্ব সংবাদদাতা: বোলপুরের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে নতুন বিতর্ক! পুলিশ আধিকারিক ও তাঁর মা ও স্ত্রীকে যে অসভ্য ভাষায় গালিগালাজ করেছিলেন অনুব্রত মণ্ডল; সেই অডিও ক্লিপটি নাকি অনুব্রত মণ্ডলের নয়, বরং এআই (AI)-এর তৈরি বলে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা অনুব্রতর ঘনিষ্ঠ অনুগামী গগন সরকার।

গত সপ্তাহে ভাইরাল হওয়া এক অডিও ক্লিপে শোনা গিয়েছিল, অনুব্রত মণ্ডল এক পুলিশ আধিকারিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন এবং তাঁর বাড়ির মহিলাকে অসম্মান করছেন। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজ্যজুড়ে। এরপরেই দলের নির্দেশে অনুব্রত একটি চিঠি দিয়ে ক্ষমা চান। সেই চিঠিতে যদিও এআই প্রসঙ্গ ছিল না।

12

কিন্তু আজ, অনুব্রতের আইনজীবীর সঙ্গে বোলপুর থানায় এসে গগন সরকার দাবি করেন, “কোনও ফোন কল অনুব্রত মণ্ডল করেননি। সবটাই AI-এর মাধ্যমে তৈরি করা হয়েছে”।

প্রসঙ্গত, ক্ষমা চাওয়ার বিষয়ে গগন বলেন, “দল নির্দেশ দিয়েছে বলেই উনি ক্ষমা চেয়েছেন। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। দল যা বলবে, তিনি তাই করবেন। এই ঘটনার পিছনে বিজেপি কিংবা দলের ভিতরের কেউ থাকতে পারে। দল যা তদন্ত করার করবে”।