Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/jXf5doZuROtB1AKWgrwW.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : তিহাড়ে আর থাকতে চাইছেন না গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল। আসানসোল জেলে ফিরতে চেয়ে তিনি আবেদন জানান দিল্লি হাইকোর্টে। সোমবার এই আবেদনের মামলার শুনানিতে নতুন করে কেষ্টকে আবেদনের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। সেই সঙ্গে দ্রুত মামলার নিষ্পত্তিও করতে বলা হয়েছে। রাউস অ্যাভিনিউ কোর্টে আসানসোল জেলে ফিরতে চেয়ে ফের আবেদন করতে পারেন বীরভূমের কেষ্ট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us