New Update
/anm-bengali/media/media_files/2025/04/11/8qfoRJ1KYYlmPionzwmG.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ২০২৫ ওয়াকফ বিলের বিরোধীতা এবং প্রত্যাহারের দাবি তুলে নীরব মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদে সামিল পুরুলিয়ার মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এদিন পুরুলিয়ায় ভগৎ সিং মোড় থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত শহরের বিভিন্ন মসজিদের আজানের পর মুসলিম সম্প্রদায়ের মানুষজন হাতে হাত ধরে মানববন্ধনের মাধ্যমে ওয়াকফ বিলের প্রত্যাহারের দাবি তোলেন। সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে নিজেদের দাবিমূলক ব্যানার পোস্টার হাতে নিয়ে এই প্রতিবাদ জানান তারা।
/anm-bengali/media/media_files/2025/04/11/BhVenCtLRDWjJ58irgyy.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us