সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট, গ্রেফতার এক

গ্রেফতার করল রাইপুর থানার পুলিশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-05-11 at 16.57.17

File Picture

নিজস্ব সংবাদদাতা: সামাজিক মাধ্যমে দেশ বিরোধী পোস্ট বা বিদ্বেষমূলক পোস্ট করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার এক। বাঁকুড়ার রাইপুরে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। 

যা জানা যাচ্ছে, সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে বাঁকুড়ার রাইপুরের  উপরবাঁধা গ্রামের বাসিন্দা সফিক খানকে গ্রেফতার করল রাইপুর থানার পুলিশ। গতকালই বাঁকুড়ার রাইপুর থানা এলাকার ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা পড়ে। এরপরই অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে রাইপুর থানার পুলিশ।

WhatsApp Image 2025-05-11 at 15.45.37

একদিকে ভারত পাক যুদ্ধ পরিস্থিতি। অন্যদিকে এই ধরনের ভুল বার্তা। অভিযোগ, কিছুদিন ধরেই বাঁকুড়ার রাইপুর থানার উপরবাঁধা গ্রামের যুবক সফিক খান নিজের সামাজিক মাধ্যমে দেশের প্রতি অসম্মান জনক পোস্ট করে যাচ্ছিল বলে অভিযোগ। এরপর গতকাল সন্ধ্যায় ওই যুবকের বিরুদ্ধে রাইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পাশাপাশি ওই অভিযুক্তকে  দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়। 

অভিযোগ পেতেই সক্রিয় হয় পুলিশ। রাতেই সফিক খান নামের অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। আজ ধৃতকে খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। জেলা পুলিশ সূত্রে খবর, সমস্ত সামাজিক মাধ্যমে কড়া নজর রাখা হচ্ছে। দেশের প্রতি অসম্মান জনক পোস্ট পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।