নিজস্ব সংবাদদাতা: খড়গপুর থেকে মেদিনীপুর যাওয়ার রেললাইনে বিপত্তি। খড়গপুর স্টেশন থেকে মেদিনীপুর যাওয়ার রেল লাইন দিয়ে তেলের ভর্তি ট্যাঙ্কারের মালগাড়ি এক বগি থেকে জয়েন্ট অন্য বগির মাঝখানের কাপলিং সহ জয়েন্ট ভেঙে দাঁড়িয়ে গেল তেলের ট্যাঙ্কার।
/anm-bengali/media/post_attachments/73410faa-047.png)
মালগাড়ির ইঞ্জিন ৩ টি বগি নিয়ে প্রায় ৫০০ মিটার এগিয়ে দাঁড়ায়। বাকি তেলের ট্যাঙ্কার ভেঙে গাড়ি দাঁড়িয়ে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
d