আবার ভয়াবহ দুর্ঘটনা, এবার পশ্চিমবঙ্গ, খালে পড়ল মানুষ বোঝাই গাড়ি

পশ্চিমবঙ্গে খালে গাড়ি পড়ে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। 

author-image
Aniket
20 Nov 2023
New Update
c

File Picture





নিজস্ব প্রতিনিধি: দ্রুত গতিতে ছোটার ফলে নিয়ন্ত্রণ হারালো গাড়ি। যার ফলে সোজা খালে পড়ল গাড়িটি। তবে অল্পের জন্য গাড়িতে থাকা যাত্রীরা সুরক্ষিত রয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ক্ষীরাই পুলে। গতকাল রাতে পিংলা আসার পথে ক্ষীরাই পুলে একটি চারচাকা ব্যক্তি মালিকাধীন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষীরাই পুল থেকে খালে পড়ে যায়। স্থানীয়রা খবর দেয় পিংলা থানায়। স্থানীয় এবং পুলিশের ততপরতায় গাড়িটিকে উদ্ধার করা হয়।

hiring 2.jpeg