New Update
/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
ফাইল চিত্র
নিজস্ব প্রতিনিধি, বীরভূম: SIR নিয়ে আতঙ্ক। বীরভূমের ইলামবাজার ব্লকে মেয়ের বাড়ি স্কুলবাগান সুভাষপল্লীতে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। নিহতের নাম ক্ষিতীশ চন্দ্র মজুমদার। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। পরিবার শোকে আচ্ছন্ন।
নিহত ক্ষিতীশ চন্দ্র মজুমদারের পরিবারের সূত্রে জানা গেছে বাংলাদেশে তারা আগে থাকতেন। বৃদ্ধের নিজস্ব বাড়িতে তার মৃতদেহ পৌঁছলে মৃতদেহকে শ্রদ্ধা জানাতে হাজির হন ডব্লিউবিএসআরডিআর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। পাশাপাশি তিনি বেশ কিছুক্ষণ পরিবারের সাথে কথাও বললেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/30/screenshot-2025-10-30-180120-2025-10-30-18-01-43.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us