Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/NobFPBl0p4UHaCHyKs41.png)
নিজস্ব সংবাদদাতা: গতকাল নারীরা যখন রাত দখল করতে রাস্তায় নেমেছিল বাংলাজুড়ে, তখন আরো এক নারী অত্যাচারের শিকার।
/anm-bengali/media/media_files/E1e1rg270R06CVtlcH5g.jpg)
গতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা কেন্দ্রের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা হাঁসদাকে গলা কেটে খুন করা হল। তার বাড়ি শক্তিগড় থানার নান্দুর ঝাঁপানতলা এলাকায়।
/anm-bengali/media/media_files/SNitA6NcSghrVYJLNOdL.jpg)
পুলিশ দাবি করেছে যে বুধবার রাত্রিবেলা মোবাইলে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। বাড়ি থেকে কিছুটা দূরে তার গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
/anm-bengali/media/media_files/U6go2UM8dyh0fsl6mN4h.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us