/anm-bengali/media/media_files/2025/10/13/pregdeath-2025-10-13-14-48-17.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ আবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আইসিইউ, সিসিইউ ওয়ার্ডের বাইরে বসে ক্ষোভ মৃতার পরিজনদের। মৃতার নাম শিখা দে দাস, বাড়ি বেলদা থানার নাহাপার গ্রামে।
মৃতার স্বামী পবিত্র দাস বলেন যে ৯ মাসের প্রসূতি তার শারীরিক সমস্যা নিয়ে রবিবার সন্ধ্যা ৬ টা নাগাদ ভর্তি হতে এসেছিলেন। শ্বাস কষ্ট হচ্ছিল। এমার্জেন্সিতে দেখানোর পর মাতৃমা বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়। রাত সাড়ে ৮টা নাগাদ সেখান থেকে জ্বর আর কাশির ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। তখনও বড় টিকিট করা হয়নি। রাতে জেলা পরিষদের গেষ্ট হাউসে তাকে নিয়ে যায় তার পরিবার। পবিত্র জানান যে আবার রাত ৩টে নাগাদ শ্বাস কষ্ট হওয়ায় এমার্জেন্সিতে নিয়ে আসা হলে সেখান থেকে মাতৃমা বিভাগে পাঠিয়ে দেয়। বাড়াবাড়ি হলে ভোর ৫টা নাগাদ আইসিইউ, সিসিইউতে পাঠানো হয়। সোমবার ভোর ৬টা নাগাদ মারা যানতিনি। শিখার আগে একটি বছর ১২ পুত্র সন্তান রয়েছে। পবিত্রর অভিযোগ, ভুল চিকিৎসার কারণে দুটি প্রাণ নিয়ে নিল ডাক্তাররা। মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দফতর, জেলা শাসক, পুলিশ সুপার, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাবেন তারা। মৃত্যুর কারণ না জানানো পর্যন্ত দেহ নেবেন না। মৃতদেহের ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সরঙ্গি জানিয়েছেন একটি তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/07/diguad-2025-10-07-20-06-04.jpg)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us