BREAKING: অমৃতস্নানে আবার এক মৃত্যু! এবার জামুরিয়া

রইল বিস্তারিত।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-01-31 at 3.30.51 PM

হরি ঘোষ, দুর্গাপুর: কুম্ভ মেলায় গিয়ে মৃত্যু হল জামুরিয়া এলাকার এক ব্যক্তির। মৃতের নাম বিনোদ রুইদাস যিনি পেশায় টোটো চালক। তিনি জামুরিয়ার কেন্দা এলাকার বাসিন্দা। 

জানা যায় যে পরিবারের লোকেদের সঙ্গে গত ২৭ তারিখ কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আর সেখানেই ঘটে দুর্ঘটনা। পদপিষ্ঠ হয়ে মৃত্যু হয় তার। তবে বিনোদের মোবাইলটি অন্য একজন ঘটনায় পর ওই জায়গা থেকে উদ্ধার করেছিল। আর সেখান থেকেই ফোন করা হলে মেলে এই সূত্র। শেষ পাওয়া খবর অনুযায়ী সকাল ১০টা নাগাদ জামুড়িয়ার উদ্দেশ্যে বিনোদের মৃতদেহ নিয়ে আসা হয় কেন্দার পুলিশ ফাঁড়িতে। স্থানীয় হাসপাতাল থেকে বিনোদের মৃত্যুর খবর পায় পরিবার।