ফের দারকেশ্বর নদে মৃত্যু, অব্যাহত মৃত্যুমিছিল

ফের দারকেশ্বর নদের জল থেকে এক মহিলার দেহ উদ্ধার,  প্রাথমিক অনুমান জলে ডুবে মৃত্যু, গত এক মাসে দারকেশ্বর নদেই ডুবে মৃত্যু ৮ জনের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-20 12.39.54 PM

নিজস্ব প্রতিনিধি: ফের দারকেশ্বর নদ থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। আজ সকালে বিষ্ণুপুর থানার অন্তর্গত দারকেশ্বর নদের দমদমা ঘাটে জলে মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় ফেরিঘাটের নৌকাচালকেরা। তারাই মৃতদেহটিকে ঘাটের কাছে এনে বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। প্রাথমিক অনুমান, নদের জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই মহিলার। এই নিয়ে গত একমাসে দারকেশ্বর নদের জলে ডুবে বাঁকুড়া জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

নিম্নচাপ ও ভারী বৃষ্টির জেরে বাঁকুড়ার অন্যান্য নদীগুলির মতোই  দারকেশ্বর নদ বর্ষার শুরু থেকেই বইছে দুকূল ছাপিয়ে। আর এই নদে কখনো স্নান করতে নেমে আবার কখনো নদের পাড় দিয়ে হেঁটে যাতায়াতের সময় আচমকা পা পিছলে নদের জলে পড়ে তলিয়ে গিয়ে বাঁকুড়ায় মৃত্যু মিছিল অব্যাহত। আজ সকালে বিষ্ণুপুর থানার দমদমা ফেরি ঘাটে স্থানীয় নৌকাচালকেরা দারকেশ্বর নদে নৌকা চালানোর সময় দেখেন জলের স্রোতে এক মহিলার দেহ ভেসে যাচ্ছে। তড়িঘড়ি তারা নৌকার সাহায্যে মৃতদেহটিকে পাড়ের  কাছে নিয়ে আসেন। পরে বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মালা শীট। বাড়ি বাঁকুড়ার ওন্দা থানার আলিঠা গ্রামে। বছর ষাটেকের ওই মহিলা স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে যান বলে প্রাথমিক অনুমান পুলিশের।