ফুলের কাজে গিয়ে ফের মৃত্যু, পিংলার পর এবার ডেবরার যুবক

শোকের ছায়া গ্রামজুড়ে।

author-image
Anusmita Bhattacharya
New Update
dead

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কয়েকদিন আগে ফুলের কাজে কর্ণাটক গিয়েছিল ডেবরার বেশ কয়েকজন যুবক। গত রবিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে কর্ণাটকের উড়পি জেলার কাপু থানা এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় একটি পিক আপ ভ্যান। আর সেখানেই ৫ জনের মৃত্যু হয় বলে খবর। আর তার মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ২ জন ছিল। তাদের নাম লক্ষীকান্ত দাস এবং সমরেশ গুড়াইত। মৃতদের বাড়ি ডেবরার কাঁকড়া হরপ্রসাদ ও টাঙ্গাইশী এলাকায়। মঙ্গলবার বিকেলে মৃতদেহ বাড়িতে এসে পৌঁছনোর কথা। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

WhatsApp Image 2025-12-02 at 7.55.16 AM

কদিন আগেই ফুলের কাজে গিয়ে পথ দুর্ঘটনায় পিংলার একই গ্রামের ৩ যুবকের মৃত্যু হয়েছিল।

WhatsApp Image 2025-12-02 at 7.55.15 AM