New Update
/anm-bengali/media/media_files/jfMgW9EIjuceTo7EPMKx.jpg)
নিউজ ডেস্ক, ময়না: বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে হত্যার ঘটনায় উত্তাল হয়ে রয়েছে ময়না। এই পরিস্থিতির মধ্যেই ফের আরও দুইজন বিজেপি কর্মীকে আক্রমণ করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত হয়েছেন তরুণ দাস ও ঝড়ু মণ্ডল। দুইজনেই ময়নার গোবরাদন গ্রামের বাসিন্দা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজয়কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যুর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে পদযাত্রা ও সমাবেশ শেষে গ্রামে ফেরার পথে তাদের ওপর হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং পা ভেঙে দেওয়া হয়েছে। দুইজনকে সাধারণ মানুষ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এই হামলার সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us