/anm-bengali/media/media_files/2025/11/30/screenshot-2025-11-30-19-pm-2025-11-30-12-20-43.png)
নিজস্ব প্রতিনিধি: বোলপুর থানার অন্তর্গত এলাকায় ফের ষষ্ঠ শ্রেণীর নাবালিকা ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে দীর্ঘদিন ধরে পাশের গ্রামের যুবক রজত সরকার ওই নাবালিকার ওপর ভালোবাসার প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন চালায়। মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে জানিয়েছে নাবালিকা। কয়েকদিন আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পরে নাবালিকা , তারপরই বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। এরপরই পরিবার বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। তবে এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বিজেপি নেতা খোকন দাস জানান, নাবালিকার পরিবার ভয় পেয়ে প্রথমে কাউকে কিছু বলতে পারেনি। পরে তাদের সাথে যোগাযোগ করলে পরিবারের সঙ্গে গিয়ে থানায় অভিযোগ দায়ের করতে সাহায্য করেন। আজ নাবালিকাকে বোলপুর আদালতে তোলা হয়েছে
/anm-bengali/media/post_attachments/406421e6-875.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us