আনন্দধারা প্রকল্পে মেয়েদের নিয়ে বৈঠকে মন্ত্রী

কেন মন্ত্রী করলেন বৈঠক?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-03-25 at 6.05.55 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের অধীনে থাকা আনন্দধারা প্রকল্পে কাজ করে থাকে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক এলাকার সংঘের মহিলারা। রাজ্য সরকারের এই প্রকল্পে স্বনির্ভর হয় মহিলারা। দীর্ঘদিন ধরেই এই প্রথা মেনে চলে আসছে আনন্দধারা প্রকল্পের কাজ। তবে ২০২৫ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে আনন্দধারা প্রকল্পের কাজ সংঘের মহিলাদেরকে না দিয়ে অন্যত্র করিয়ে নেওয়া হচ্ছে। এটি নাকি হাতেনাতে ধরে ফেলে সংঘের মহিলারা। 

কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শিউলি সাহা বিষয়টিতে হস্তক্ষেপ করেন। সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সংঘের সদস্যসহ ডিস্ট্রিক্ট পিডিএফ অফিসারকে নিয়ে মঙ্গলবার বিশেষ একটি বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে তিনি জানান যে আগামী দিনে এই ধরনের সমস্যা যাতে না হয় সেই বিষয়ে কথা বলা হয়েছে। পাশাপাশি আনন্দধারা প্রকল্পের যে সমস্ত কাজ সংঘের মহিলারা আগে করত তারা পুনরায় একইভাবে কাজ করে যাবে।

WhatsApp Image 2025-03-25 at 5.47.03 PM