/anm-bengali/media/media_files/RlfGqJQunv0uqGD7NZVO.webp)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, গত ৩ অক্টোবর পুনের বোপদেব ঘাট এলাকায় ২১ বছরের এক তরুণী ও তাঁর বন্ধুকে মারধরের অভিযোগ ওঠে। ৪ অক্টোবর ভোর ৫টা নাগাদ কোন্ধওয়া থানার আওতাধীন গণধর্ষণের ঘটনা পুলিশকে জানানো হয়। বৃহস্পতিবার রাতে বন্ধুর সঙ্গে ঘাট এলাকায় বেড়াতে গেলে রাত ১১টা নাগাদ তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে জানা গিয়েছে।
Pune, Maharashtra | An incident of gang rape has been reported under Kondhwa PS jurisdiction. A 21-year-old girl and her friend had gone to the Bopdev Ghat area last night, where she was raped by three unknown accused around 11 pm. The incident was reported to police at around 5…
— ANI (@ANI) October 4, 2024
এই ধরনের ঘটনা রোধে কোনও ব্যবস্থা না নেওয়ার জন্য রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের সমালোচনা করে এনসিপি-এসসিপির কার্যনির্বাহী সভাপতি সুপ্রিয়া সুলে এক্স এ একটি পোস্টে বলেছেন যে এটি একটি "অত্যন্ত ক্ষুব্ধ" ঘটনা। মহারাষ্ট্র মহিলাদের জন্য নিরাপদ নয় বলেও তিনি পুনে তথা গোটা রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন
কোন্ধওয়া পুলিশ সূত্রে খবর, এক পুরুষ বন্ধুর সঙ্গে ওই এলাকায় গিয়েছিলেন ওই মহিলা। কোন্ধওয়া পুলিশের আর এক আধিকারিক জানিয়েছেন, নির্জন জায়গায় ওই মহিলার পুরুষ বন্ধুকেও মারধর করে ওই তিনজন। পুনে পুলিশের যুগ্ম কমিশনার রঞ্জন কুমার শর্মা গণধর্ষণের পিছনে জড়িতদের খুঁজে বের করতে এবং গ্রেপ্তার করতে অপরাধ দমন শাখা এবং গোয়েন্দা শাখার দশটি দল গঠন করেছে।
গণধর্ষণ থেকে বেঁচে যাওয়া মেয়েটি হাসপাতালে ভর্তি এবং তার চিকিৎসা চলছে বলে জানা গেছে। রঞ্জন কুমার জানিয়েছেন, নির্যাতিতার জ্ঞান ফেরার পর কিছুক্ষণের মধ্যেই তাঁর বয়ান রেকর্ড করবে পুনে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us