/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার পশ্চিমচক এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধ বাইক আরোহীর। মৃতের নাম পরেশ দুয়ারী (বয়স আনুমানিক ৭০), যাঁর বাড়ি পিংলার মালিগেড়িয়া এলাকায়।
/anm-bengali/media/media_files/yTcOvI0VVZxXzvAxvxhC.jpg)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে পরেশবাবু তাঁর নতুন বাইক সার্ভিসিং করিয়ে পিংলার একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরে জলচকের দিকে যাচ্ছিলেন। সেই সময় পশ্চিমচক এলাকায় আচমকা একটি দ্রুতগামী লরি বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার ফলে পরেশবাবু লরির চাকার তলায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পিংলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/rWSf1YdotY34Kqghj1dL.jpg)
এই আকস্মিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবারের সদস্যরা শোকস্তব্ধ। পুলিশ লরিটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us