/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : অমৃতসরের আত্তারি রোডের কাছে শঙ্কর ধাবার সামনে গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় অভিযান চালালো পাঞ্জাব পুলিশের অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স (ANTF)। অভিযানে ধরা পড়েছে তিনজন কুখ্যাত মাদক ও অস্ত্র পাচারকারী—মনিন্দরজিৎ সিং, পিটার ও লাভজিৎ সিং ওরফে রাজা।
/anm-bengali/media/media_files/2025/05/28/vFjj3cKJGw9pskupkA7d.jpg)
ANTF-এর সীমান্ত রেঞ্জ, অমৃতসর শাখার এই তৎপরতায় উদ্ধার হয়েছে চারটি PX5 স্টর্ম পিস্তল, ৫২১ গ্রাম হেরোইন, ৭টি ম্যাগাজিন এবং ৫৫ রাউন্ড তাজা গুলি। ঘটনার পরই মাদকদ্রব্য ও অস্ত্র আইন (NDPS Act এবং Arms Act)-এর অধীনে মামলা রুজু করা হয়েছে এসএএস নগর থানায় (PS ANTF)।
পাঞ্জাব পুলিশের ডিজিপি জানিয়েছেন, কেবল এই তিনজনকে ধরেই থেমে থাকছে না তদন্ত। পুরো পাচারচক্রটি ভেঙে ফেলার লক্ষ্যে এখনো চলছে চক্রের ফরোয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিঙ্কেজের খোঁজ। পুলিশের এই পদক্ষেপে মাদক ও অস্ত্রপাচারকারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
In a major crackdown on Nacro-illegal-Arms-Smuggling networks, the Anti-Narcotics Task Force, Punjab (ANTF), Border Range Amritsar, arrests three drug traffickers, Maninderjit Singh, Peter, and Lovejit Singh @ Raja, near Shankar Dhaba on Attari Road, Amritsar. Acting swiftly on a… pic.twitter.com/yshGaJWi1k
— ANI (@ANI) May 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us