নাটকীয় অভিযান —অমৃতসরে ধরা পড়ল অস্ত্র ও মাদকের মোস্ট ওয়ান্টেড চক্র!

অমৃতসরে অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্সের গোপন অভিযানে ধরা পড়ল তিন মাদক ও অস্ত্র পাচারকারী। উদ্ধার হল হেরোইন, পিস্তল ও গুলি। NDPS ও Arms Act-এ মামলা রুজু।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : অমৃতসরের আত্তারি রোডের কাছে শঙ্কর ধাবার সামনে গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় অভিযান চালালো পাঞ্জাব পুলিশের অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স (ANTF)। অভিযানে ধরা পড়েছে তিনজন কুখ্যাত মাদক ও অস্ত্র পাচারকারী—মনিন্দরজিৎ সিং, পিটার ও লাভজিৎ সিং ওরফে রাজা।

Arms

ANTF-এর সীমান্ত রেঞ্জ, অমৃতসর শাখার এই তৎপরতায় উদ্ধার হয়েছে চারটি PX5 স্টর্ম পিস্তল, ৫২১ গ্রাম হেরোইন, ৭টি ম্যাগাজিন এবং ৫৫ রাউন্ড তাজা গুলি। ঘটনার পরই মাদকদ্রব্য ও অস্ত্র আইন (NDPS Act এবং Arms Act)-এর অধীনে মামলা রুজু করা হয়েছে এসএএস নগর থানায় (PS ANTF)।

পাঞ্জাব পুলিশের ডিজিপি জানিয়েছেন, কেবল এই তিনজনকে ধরেই থেমে থাকছে না তদন্ত। পুরো পাচারচক্রটি ভেঙে ফেলার লক্ষ্যে এখনো চলছে চক্রের ফরোয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিঙ্কেজের খোঁজ। পুলিশের এই পদক্ষেপে মাদক ও অস্ত্রপাচারকারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।