বাংলায় অনুপ্রবেশ! সীমাহীন দুর্নীতি! বিস্ফোরক অমিত শাহ

২০২৪ লোকসভা ভোট নিয়ে দেশ জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
Probha Rani Das
New Update
amit shah bjjp.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃশুরু হয়ে গিয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন। দেশ জুড়ে এই নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। ভোট নিয়ে দেশের এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বিশেষ মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, “বাংলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে, তা দেশের নিরাপত্তায় গুরুতর প্রভাব ফেলছে। বাংলায় সীমাহীন দুর্নীতি হচ্ছে। দেশের নিরাপত্তার সঙ্গে কোনও আপোস নয়।”

AAMIT SHAHH.jpg

তিনি আরও বলেন, “সীমান্তবর্তী রাজ্যে সবচেয়ে বড় ইস্যু হল অনুপ্রবেশ। সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনসংখ্যা দ্রুত বাড়ছে। ভোট ব্যাঙ্কের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা সেসব চোখ বন্ধ করে সমর্থন করছেন। বাংলায় অনুপ্রবেশকারী ঢোকার পর দেশের যে কোনও প্রান্তে যেতে পারে। আবার অন্যদিকে শরণার্থীদের বৈধভাবে নাগরিকত্বর বিরোধিতা করছেন।”