BREAKING NEWS: ১৮ - ৩০ টা সিট্ চাই সোনার বাংলায়! হুঙ্কার অমিত শাহের

বালুরঘাটের নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
breaknews

নিজস্ব সংবাদদাতা: আজ বালুরঘাটের নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বক্তব্যের শুরুতেই নেতাজি সুভাষ চন্দ্রের পূণ্যভূমিকে প্রণাম জানান তিনি। তারপর তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, "আপনারা সকলে স্নান করে রোজ শিবের পুজো করেন তো? এবার ভোটের দিন স্নান করে পদ্মফুলের বোতাম টিপে ভোট দেবেন।

amit shah bjjp.jpg

আগের বার আমরা হুগলী লোকসভায় ১৮টা সিট্ পেয়েছিলাম। এবার আমাদের ৩০টা সিট্ চাই। সারা ভারতে ৩৭০টার বেশি সিট্ চাই আমাদের।"

amit shahhs.jpg

Add 1