/anm-bengali/media/media_files/DWsx0Yc0tFDzzJEUPylW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গঙ্গাসাগর যাওয়ার পথে ৩ সন্ন্যাসীকে নগ্ন করে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূল সরকারকে দোষীর কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সাধুদের গণপিটুনির হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার পরে, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তাদের উদ্ধার করেন, সম্মানিত করেন। আমরা তাদের নিরাপদে প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছি। স্থানীয়রা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়ার ও তৃণমূলের গুণ্ডা আনোয়ার শেখ এই হামলার পিছনে রয়েছেন। এটা স্পষ্ট যে এই তদন্ত থেকে কিছুই বেরিয়ে আসবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান এবং আনোয়ারদের মতো ক্রাচের উপর বেঁচে আছেন।‘
After Mamata Banerjee’s police failed to protect the sadhus from being lynched in West Bengal’s Purulia, BJP MP Jyotirmay Singh Mahto rescued them, honoured and felicitated them. We have arranged for their safe return.
— Amit Malviya (@amitmalviya) January 13, 2024
Locals tell us that Anwar Sheikh, a TMC goonda and civic… pic.twitter.com/f6DKQ9vNCC
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us