/anm-bengali/media/media_files/fuGaZRz8WAbzBC0bq9Vr.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের শাসক দলের বিরুদ্ধে আসরে নামলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। জাল শংসাপত্র সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে পশ্চিমবঙ্গে স্থানান্তরিত করল সুপ্রিম কোর্ট। এদিকে এই ঘটনা প্রসঙ্গে অমিত মালব্য লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গে ভুয়ো জাতিগত শংসাপত্র জারি করে একটি শিল্প তৈরি করেছে, যার ফলে প্রান্তিক তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের লক্ষ লক্ষ যুবক-যুবতী সুযোগ হারাচ্ছে, যা তাদের প্রাপ্য ছিল। তিনি পরিকল্পিতভাবে মুসলমানদের প্রায় সমস্ত 'জাতি'কে তালিকায় অন্তর্ভুক্ত করে ওবিসি সম্প্রদায়কে সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাম্প্রদায়িক পদক্ষেপ রাজ্যের সামাজিক বুননকে ছিঁড়ে ফেলেছে।‘
Mamata Banerjee Govt has made an industry out of issuing fake caste certificates in West Bengal, which has lead to lakhs of young men and women, from the marginalised SC and ST communities losing out on opportunities, that were rightfully their’s. She has also systematically… https://t.co/N4B7oWVE9W
— Amit Malviya (@amitmalviya) January 29, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us