পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র আমডাঙা

পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি সাধারণ মানুষের।

author-image
Jaita Chowdhury
New Update
567

নিজস্ব সংবাদদাতা: পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র আমডাঙা। বিভিন্ন জায়গায় দফায় দফায় পথ অবরোধ, বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। পরে বারাসাত পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে আশ্বাস দিলে অবরোধ ওঠে। এই ঘটনায় ফের আমডাঙা থানার IC-র ভূমিকা নিয়ে সরব হয়েছেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। বিধায়কের দাবি, IC-র প্ররোচনাতেই গন্ডগোল বাধে। শান্তিপূর্ণভাবে অবরোধ করছিলেন গ্রামবাসীরা।পুলিশ লাঠিচার্জ করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিধায়কের দাবি, থানায় গিয়ে IC-র সঙ্গে তাঁর বাদানুবাদ হয়। IC-র বিরুদ্ধে গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেন তৃণমূল বিধায়ক।

TMC