মর্মান্তিক! কেশপুরে আম্বুলেন্সের সঙ্গে লরির ভয়াবহ সংঘর্ষ! নিহত ৬

ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে যাওয়ার সময় কেশপুরের পঞ্চমীর কাছে লরির সাথে দুর্ঘটনা ঘটে।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
vcvbv1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে যাওয়ার সময় কেশপুরের পঞ্চমীর কাছে লরির সাথে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন।

WhatsApp Image 2024-07-13 at 7.24.03 AM (1).jpeg

লরিটি মেদিনীপুরের দিক থেকে কেশপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে ঘাটাল থেকে একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আসছিল। সেই সময় পঞ্চমীর বড় পোলের কাছে দুর্ঘটনাটি ঘটে। সেই ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীদের বেশির ভাগ আহত এবং নিহত হয়েছেন।

WhatsApp Image 2024-07-13 at 7.24.15 AM.jpeg

পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “একটি সিমেন্ট বোঝাই লরি কেশপুরের দিকে যাচ্ছিল সেই সময় কেশপুর দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটা মেদিনীপুরের দিকে আসার সময় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়েছে, আহত আরও ৪ জন। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

আহতরা চন্দ্রকোনা ক্ষীরপাই এলাকার বাসিন্দা। কয়েকদিন আগেই তারা পেটের যন্ত্রণা নিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে তাদের পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতদের মধ্যে তিনজন হলেন মহিলা। খবর পেয়ে এলাকায় পৌঁছোয় পুলিশ সুপার। কেশপুর থানার পুলিশ যায় ঘটনাস্থলে। কোতোয়ালি থানার পুলিশ পৌঁছোয় হাসপাতালে। 

Adddd