New Update
/anm-bengali/media/media_files/lOdLf2EaAgyKTHtz10VF.jpg)
CAB এর উদ্যোগে অম্বর রায় ক্রিকেট টুর্নামেন্ট
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বালিচকে CAB এর উদ্যোগে অম্বর রায় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল বৃহস্পতিবার।পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক স্পোর্টস অ্যাসোসিয়েশন মাঠে বালিচক স্পোর্টস অ্যাসোসিয়েশন সহ ফিনিক্স ওয়েলফেয়ার ক্রিকেট অ্যাকাডেমির সহযোগিতায় বালিচক স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে শুরু হল এই ক্রিকেট টুর্নামেন্ট। চলবে আগামী ৯ মে পর্যন্ত। অনুর্ধ্ব ১৩-১৫ বছরের ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট চলছে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় এই প্রথম বার CAB এই উদ্যোগ নিল। খুশি ডেবরার ক্রীড়া প্রেমিরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us