দক্ষিণবঙ্গঃ গরম বাড়লেও আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা!

গরম বাড়লেও আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

New Update
বন

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার অর্থাৎ আজ ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। 

তবে তার মধ্যে সোমবার এবং মঙ্গলবার কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।