New Update
/anm-bengali/media/media_files/9OkEKa7sRodv08tZ4Kd8.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনের দিন ভোটারকে কামড়ে দেওয়ার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্যদক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের ৪১ /১০ নম্বর হাপুনিয়া বুথে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার দায় বামেদের ওপর চাপিয়েছে শাসদকদল।
অভিযোগ ওঠে যে সকাল থেকে নাকি ওই বুথে ছাপ্পা ভোট চালাচ্ছিল তৃণমূল। তার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। সেই প্রতিবাদ করার জেরে তৃণমূল প্রার্থী মহিলা ভোটারকে কামড়ে দেন বলে অভিযোগ এল সামনে। তৃণমূলের পালটা দাবি সিপিএম প্রার্থী জয়নাল আহমেদই এই ঘটনা ঘটিয়েছে। এদিকে আবার বুথে কোনও ছাপ্পা হয়নি বলে দাবি প্রিসাইডিং অফিসারের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us