কাজ শেষ হওয়ার পরও খনির নিচে কর্মীদের আটকে রাখার অভিযোগ

ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-01 at 8.40.23 AM

হরি ঘোষ, অন্ডাল : সোমবার গভীর রাতে অন্ডালের সিদুলি কোলিয়ারির খনি কর্মীদের কাজ শেষ হওয়ার পরও খনির নিচে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ উঠল কোলিয়ারির ম্যানেজারের বিরুদ্ধে। কোলিয়ারি সূত্রে জানা যায়, কোলিয়ারির ভোল্টেজ ব্রেক ডাউন থাকার কারণে খনি কর্মীদের দীর্ঘক্ষণ খনির নিচে থাকতে হয়। অস্বাস্থ্যকর পরিবেশে নিরাপত্তাহীনতার মধ্যে দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে খনি কর্মীরা বিক্ষোভে সামিল হন। 

কোলিয়ারিতে কর্মরত খনি কর্মীদের দাবি, খনির নিচে নেই নিরাপত্তার নিশ্চয়তা। পাশাপাশি খনির নিচের বিভিন্ন জায়গায় প্রচন্ড গরম এবং রয়েছে অক্সিজেনের অভাব। এই অবস্থায় ভোল্টেজ ব্রেক ডাউন হওয়ার কারণে দীর্ঘক্ষণ খনি কর্মীদের খনির নিচে রাখলে যে কোনও সময় বড় বিপদ ঘটতে পারে। কোলিয়ারির ভোল্টেজ ব্রেক ডাউন হওয়ায় খনি কর্মীদের খনির নিচে থেকে ওপরে ওঠানো যাবে না এই খবর শোনা মাত্রই খনির নিচে থাকা শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। খনি কর্মী প্রণব রায় ও রাজারাম পাশওয়ান জানান যে সোমবার নির্দিষ্ট সময়ে খনির কাজ শুরু হয়েছিল। রাত ১০.৩০টা নাগাদ কোলিয়ারির ভোল্টেজ ব্রেক ডাউন হওয়ার কারণে খনি কর্মীদের নিচ থেকে ওপরে উঠে যাওয়ার জন্য কোলিয়ার খনির নিচে থাকা কয়েকজন আধিকারিক জানান। কিন্তু কর্মীদের অভিযোগ ওপরে ওঠার জন্য ডুলির কাছে এলেই তাদের জানানো হয় ম্যানেজারের নির্দেশ কাউকে ওপরে ওঠানো যাবে না। যতক্ষণ না কাজ শেষ হচ্ছে সবাইকে নিচেই থাকতে হবে। এই অবস্থায় ক্ষোভে ফেটে পড়েন খনি কর্মীরা। কর্মীদের দাবি খনির নিচে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করলে কর্মীরা নিশ্চিন্তে খনির ভেতর তাদের কাজ করতে পারবেন। এই অবস্থায় রাত ১টা নাগাদ খনি কর্মীদের খনির নিচ থেকে তোলা হয় বলে সূত্র মারফত জানা যায়। যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ সেই ম্যানেজার ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি।

WhatsApp Image 2025-07-01 at 8.40.21 AM