দাদাগিরির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

কে সেই পঞ্চায়েত সদস্য?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-31 at 6.43.32 PM (1)

ফাইল ছবি

হরি ঘোষ, কাঁকসা: টোল প্লাজায় দাদাগিরির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। কর্মীকে হেনস্তার অভিযোগ উঠল। উত্তাল কাঁকসার বাঁশকোপা টোল প্লাজা। ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। "উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানাব", পাল্টা দাবি তৃণমূল নেতার। 

দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত বাঁশকোপা টোল প্লাজায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। অভিযোগের কেন্দ্রে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পান্না ঘোষ। বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায় টোল প্লাজা চত্বরে। জানা গিয়েছে, সম্প্রতি টোল প্লাজায় তৃণমূল শ্রমিক ইউনিয়নের কোর কমিটি গঠন করা হয়। এরপর থেকেই অভিযোগ ওঠে, কিছু বহিরাগত কর্মী সংগঠনের কাজে হস্তক্ষেপ করছেন। এই নিয়ে আপত্তি জানান টোল প্লাজারই কর্মী ও তৃণমূল কর্মী কৌশিক সরকার। তার দাবি, বুধবার রাতে পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ টোল প্লাজায় এসে দাদাগিরি শুরু করেন। তিনি কেন ইউনিয়নের বিষয়ে প্রশ্ন করছেন, এই নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় কৌশিক সরকারের সাথে পান্না ঘোষের। এরই জেরে, বৃহস্পতিবার সকালে ডিউটিতে আসা মাত্র কৌশিক সরকারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পান্না ঘোষ ও তাঁর ঘনিষ্ঠরা কৌশিককে হেনস্থা করেন বলেও অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এ বিষয়ে কিছু বলতে চাইনি পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ। তাঁর বক্তব্য,"দলীয় নেতৃত্ব মন্ত্রী প্রদীপ মজুমদার ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে তিনি সমস্ত বিষয় পরিষ্কার করে জানাবো।" সমালোচনায় সরব হয়েছে বিজেপি,"ফের প্রকাশ্যে এল শাসকদলের অন্দরের অন্তর্কলহ। তৃণমূল শ্রমিক সংগঠন কোর কমিটি গঠন করছে। কিন্তু তৃণমূলেরই হরেক অংশ সেই কোর কমিটিকে গুরুত্ব দিচ্ছে না। সেই জন্যই এই পরিস্থিতি"।

Screenshot 2025-07-31 184917