বিদ্যালয়ে পচা মাংস আনার অভিযোগ! প্রধান শিক্ষকের বদলির দাবি

.ক্ষুব্ধ অভিভাবকরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-27 at 3.56.23 PM

হরি ঘোষ, জামুড়িয়া: জামুড়িয়া শিক্ষা চক্র ২-এর অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার তৃতীয় দিনে বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে দেখা দিল ব্যাপক উত্তেজনা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নবনিযুক্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ মুহুরী বিদ্যালয়ে পচা মাংস নিয়ে এসে রান্নার উদ্যোগ নেন। অল্প সময়ের মধ্যেই মাংসের তীব্র দুর্গন্ধ গোটা বিদ্যালয় চত্বর জুড়ে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ থেকে ২৫ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থরা বাড়ি ফিরে অভিভাবকদের বিষয়টি জানালে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। অভিভাবকদের অভিযোগ, গত কয়েক মাস ধরে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। কখনও নেশাজাতীয় দ্রব্য সেবন, কখনও ছাত্রছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের মতো ঘটনা ঘটেছে। এদিনের ঘটনা যেন সেই অভিযোগগুলিরই পুনরাবৃত্তি।

ঘটনার খবর ছড়াতেই বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন অভিভাবকরা এবং প্রধান শিক্ষকের বদলির দাবিতে তুমুল বিক্ষোভ শুরু হয়। এই সময় প্রধান শিক্ষক বিদ্যালয় ছাড়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ। উপস্থিত ছিলেন জামুড়িয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ এবং আতমা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী। তাঁরা আশ্বাস দেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিভাবকদের দাবি যদি অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হয়, তবে যে কোনও সময় বিদ্যালয়ের পড়ুয়াদের বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।

Screenshot 2025-08-27 152745