/anm-bengali/media/media_files/2025/12/08/whatsapp-image-2025-12-08-2025-12-08-15-17-58.jpeg)
নিজস্ব সংবাদদাতা: নরেন্দ্রপুর থানা এলাকার পুবালী গার্ডেনের একটি পশু কেন্দ্রের বিরুদ্ধে পোষ্য কুকুরকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ। তীব্র চাঞ্চল্য ওই এলাকায়। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে যে অভিযোগকারী কুদঘাট এলাকার বাসিন্দা ইতুপর্ণা পালের বাড়ির কাছেই ছিল এই পশু রক্ষণাবেক্ষণ সংস্থাটি। পরে সংস্থাটি কয়েকবার স্থান পরিবর্তন করে। বাড়ির পোষ্যের কোনও সমস্যা হলে এখানেই রাখা হতো বলে জানান তারা। ৪ঠা ডিসেম্বর তারাও তাদের পোষ্যটিকে ওই কেন্দ্রে রাখেন। কিন্তু পরের দিনই পোষ্যের মৃত্যুর খবর পান—তাও আবার সঠিক সময়ে কেন্দ্রের তরফে কোনও বার্তা ছাড়াই। তাদের অভিযোগ, খবর পেয়ে যখন কেন্দ্রটিতে পৌঁছন, তখনই তারা দেখতে পান পোষ্যটি মৃত। পরে একটি পশুচিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জানান—বিষ প্রয়োগের ফলেই মৃত্যুটি ঘটেছে। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন ইতুপর্ণা পাল। ঘটনার তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/08/whatsapp-image-2025-12-08-2025-12-08-15-18-09.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us