তৃণমূল নেতা খুনে অভিযোগের তীর তৃণমূলেরই দিকে

সেকেন্দারের সঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করল নাসিমের পরিবার।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-13 at 3.48.48 PM

বনমালী ষন্নিগ্রাহী, বাঁকুড়া: তৃণমূল নেতা সেকেন্দার খান খুনের ঘটনায় নাম জড়াল স্থানীয় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের। 

বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামের অদূরে গত পরশু রাতে খুন হয় তৃণমূলের স্থানীয় বুথ আহ্বায়ক সেকেন্দার খান। অভিযোগ, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর কয়েক রাউন্ড গুলি করে খুন করা হয় ওই তৃণমূল নেতাকে। এরপর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের তরফে দাবি করা হয় এই খুনের পিছনে রয়েছে বিজেপি ও সিপিএমের হাত। মৃতের পরিবারের তরফে দাবি করা হয় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখ বর্তমানে বিজেপির কর্মী। এখন সে নিজের পদ ফিরে পাওয়ার জন্য পথের কাঁটা সেকেন্দার খানকে সরিয়ে দিয়েছে। একই দাবি করেছে মৃতের আত্মীয়েরাও। কিন্তু কে এই নাসিম শেখ? জানা গেছে চকাই গ্রামে সেকেন্দার খান তৃণমূলের বুথ আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর দলের রাশ কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের সঙ্গে বিবাদ শুরু হয়। চলতি বছর মার্চ মাসে দুই গোষ্ঠীর বিবাদ সংঘর্ষের চেহারা নেয়। গুলিও চলে বলে অভিযোগ। নাসিমকে গুলি করার অভিযোগে গ্রেফতার হয় সেকেন্দার। কারাবাসের পর সম্প্রতি মুক্ত হয় সেকেন্দার। তারপরেও এলাকার পঞ্চায়েতের কাজ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। এরই মাঝে গুলিবিদ্ধ হয়ে সেকেন্দার খানের মৃত্যু হওয়ায় স্বাভাবিকভাবেই তার পরিবার অভিযোগের আাঙুল তুলেছে নাসিম শেখের দিকে। মৃতের পরিবারের দাবি নাসিম শেখ সম্প্রতি বিজেপি করছিল। তৃণমূলে নিজের পদ ফিরে পেতেই সেকেন্দারকে খুন করেছে। ঘটনার পর থেকেই বাড়িছাড়া নাসিম। তার পরিবারের দাবি নাসিম কোনোদিনই বিজেপিতে ছিল না। সে সক্রিয় তৃণমূল কর্মী। সেকেন্দার বিভিন্ন প্রকল্পের টাকা চুরির চেষ্টা করলে নাসিম তাতে বাধা দেয়। আর তাতেই নাকি দুই পক্ষের মধ্যে বিবাদ হয়। তবে সেকেন্দার খুনের সঙ্গে নাসিমের কোনো সম্পর্ক নেই বলেই দাবি পরিবারের। দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিলেও সেকেন্দার খুনে নাসিমের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে নাসিমের পরিবার।

bjp tmc clash