/anm-bengali/media/media_files/2025/02/06/EZwBCC11BxaTnkjbkXUD.jpg)
ফাইল চিত্র
নিজস্বসংবাদদাতা: ফের বিতর্কের কেন্দ্রে যাদবপুর (Jadavpur)। বিশ্ববিদ্যালয়ের (JU) ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের (SFI) এক নেতার বিরুদ্ধে। বুধবার সন্ধ্যেবেলা তিনি এবং তাঁর এক বন্ধুর সঙ্গে অভব্য আচরণ করেন বয়সে ছোট ওই ছাত্রনেতা। ফেসবুকে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তরুণী।
তিনি লেখেন, ''ক্যাম্পাসের মধ্যেই আমি এবং আমার বন্ধুকে একজন এসএফআই নেতার হাতে নিগৃহীত হতে হয়েছে। গোটা ঘটনাটিই আমাদের দু'জনের কাছে উদ্বেগজনক। অনেক সাহস জুগিয়ে আমি কথাগুলি লিখেছি। আমার বন্ধু এখনও পর্যন্ত সেই সাহস জোগাতে পারেনি। গতকাল আমাদের দু'জনের সঙ্গে অভব্য আচরণ করেন ওই যুবক। এর আগে তাঁর সঙ্গে আমাদের আলাপ ছিল না। আমার হাত ধরে তিনি বলেন, ''আই লাভ ইউ...''। এর পরে আচমকাই ডান গালে চুমু খান। এরপর আমার বন্ধুকে জড়িয়ে ধরে তাঁর বক্ষে তর্জনী দিয়ে খোঁচাতে থাকেন। তিনি তাঁর আচরণ এবং শারীরিক ভাষায় অনেক কিছু বোঝাতে চাইছিলেন।''
আরও অভিযোগ, ক্যাম্পাসের বাইরের ও অন্দরের বেশ কয়েকজনের সঙ্গে শারীরিক সম্পর্কের কথাও গর্ব করে বলেন ওই নেতা। ওই তরুণী আরও লেখেন,''ক্রমাগত আমার এবং আমার বন্ধুর হাত ধরে রাখার চেষ্টা করছিলেন। একবার আমার বন্ধুর হাতও চুমুও খান। বিশ্ববিদ্যালয়ের অচেনা সিনিয়রদের সঙ্গে যদি ওই যুবক এ রকম ব্যবহার করেন, তাহলে সমবয়সী বা ব্যাচমেটদের সঙ্গে কী করতে পারেন তা ভাবতেও পারছি না।''
ঘটনাকে কেন্দ্র করে আরও এক দফা উত্তপ্ত যাদবপুর ক্যাম্পাস। সূত্রের খবর, বক্তব্য পাওয়া যায়নি। কলেজ সূত্রে খবর, অভিযুক্ত বাম নেতা যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। গত ২৮ জানুয়ারি দল থেকে বহিষ্কার করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us