জমি চুরির অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে!

অভিযোগ, দীর্ঘ বছরের পর বছর ধরে এখানে বাজার বসে আসছে এবং হঠাৎ কাউন্সিলার অঞ্জন মন্ডল জমিটা দখল করে নেওয়ার চেষ্টা করেন একটা জাল দলিল নিয়ে। কিন্তু জমিটা ইসিএলের বলে দাবি করেন স্থানীয়রা।

author-image
Pallabi Sanyal
New Update
শাকতোড়িয়া বাজারের জমি চুরির অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

শাকতোড়িয়া বাজারের জমি চুরির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : আসানসোলের কুলটি থানার শাকতোড়িয়া বাজারের জমি চুরির অভিযোগ ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অঞ্জন মন্ডলের বিরুদ্ধে। অভিযোগ করেছেন স্থানীয় মানুষরা। তাদের অভিযোগ, রাতারাতি হঠাৎ পাঁচিল দিয়ে ঘেরাও হয়ে যায় বাজারটি। স্থানীয় মানুষদের তা নজরে এলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।  বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিমান আচার্যের পুত্র চন্দন আচার্যের সাথে। তিনি ঘটনাস্থলে আসেন, স্থানীয় পুলিশকে বিষয়টি জানান। তারপর ক্ষিপ্ত মানুষরা ওই পাঁচিল ভেঙে দেয়। অভিযোগ, দীর্ঘ বছরের পর বছর ধরে এখানে বাজার বসে আসছে এবং হঠাৎ কাউন্সিলার অঞ্জন মন্ডল জমিটা দখল করে নেওয়ার চেষ্টা করেন একটা জাল দলিল নিয়ে। কিন্তু জমিটা ইসিএলের বলে দাবি করেন স্থানীয়রা। আর এই বাজারের পাঁচিল হয়ে যাওয়ার ফলে গাড়ি পার্কিং ও বাজারের আনাগোনার রাস্তাটি বন্ধ হয়ে যায়। শেষমেশ পাঁচিল ভেঙে দেওয়া হয় বলে খবর। তবে কাউন্সিলার অঞ্জন মন্ডলের কোনো প্রতিক্রিয়া মেলেনি।