রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রীর ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য এগরায়

কারা করল এটা?

author-image
Anusmita Bhattacharya
New Update
puja3

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের খুরুটিয়া এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। জানা গেছে, রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত খুরুটিয়া দুর্গোৎসব কমিটির উদ্যোগে আয়োজিত শারদোৎসব মণ্ডপের সামনে টাঙানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত ফ্লেক্স রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবারের মতো এই বছরও খুরুটিয়া দুর্গোৎসব কমিটি যথেষ্ট জাঁকজমক সহকারে দুর্গাপুজোর আয়োজন করে। রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদানও প্রদান করা হয়। সেই উপলক্ষ্যে পুজো মণ্ডপের চারপাশে বিভিন্ন স্থানে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত ফ্লেক্স ও ব্যানার টাঙানো হয়েছিল। কিন্তু মঙ্গলবার গভীর রাতে কে বা কারা ওই ফ্লেক্সগুলিকে ছিঁড়ে নষ্ট করে দেয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুজো কমিটির পক্ষ থেকে গভীর ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাদের অভিযোগ— এটি ইচ্ছাকৃতভাবে পুজোর পরিবেশকে অশান্ত করার প্রচেষ্টা। এদিকে, স্থানীয় বাসিন্দারাও এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।

পুজো কমিটির তরফে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর করা হয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

দুর্গোৎসবকে ঘিরে এমন ঘটনা প্রকাশ্যে আসায় স্থানীয় মহলে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়েছে।

puja4