New Update
/anm-bengali/media/media_files/e5bgC5CqxkFzw7cbLtaL.jpg)
FILE PIC
নিজস্ব সংবাদদাতাঃবিজেপি কর্মীর উপর নৃশংস হামলা। চোখ থেকে গলগলিয়ে রক্ত বেরোচ্ছে। ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার-২ ব্লকের ভাটিবাড়ির থানুপাড়াতে। এই ঘটনায় বিজেপির অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও অভিযোগ উড়িয়ে ঘটনাকে বিজেপির গোষ্ঠীকোন্দলের ফল বলে দাবি করেছে তৃণমূল। এলাকায় বিজেপি করেন হরিশ দাস। তাঁর বাড়িতে বিজেপির পতাকা লাগানো। অভিযোগ, রবিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়। মারধর করা হয় তাঁকে। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। রবিবার রাতেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতালে পৌঁছন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ। তাঁর দাবি, বেছে বেছে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। তাঁরা যাতে কোনওভাবেই বিজেপি না করেন তার জন্য ভয় দেখাতে মারধর করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us