/anm-bengali/media/media_files/2025/09/04/whatsapp-image-2025-09-04-2025-09-04-15-29-29.jpeg)
নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: মায়ের বিরুদ্ধে উঠল কোলের শিশুকে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ। ঘটনায় চঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নক পুল কাটাবাগান এলাকায়। জানা যায়, অভিযুক্ত মহিলার নাম তপতী বাড়ুই। ২০১৯ সালে অমিতোষ বারুই- এর সাথে তার বিয়ে হয়। অমিতেশ বাবুর প্রথম পক্ষের স্ত্রী দীর্ঘ অসুস্থতার কারণে মারা যান। তারপরেই অমিতেশ বাবু দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি কর্মসূত্রে সৌদি আরব থাকেন।
অমিতোষ বাবুর বড় মেয়ের নাম প্রীতি বাড়ুই। স্থানীয় সূত্রে জানা যায় যে পারিবারিক অশান্তির জেরেই ঘটেছে এমন ঘটনা। মা তপতী বাড়ুই নিজের এক বছর এক মাসের সন্তানকে অ্যাসিড খাওয়ায় এবং নিজেও খায় বলে অভিযোগ। স্থানীয়রা জানতে পেরেই তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পরেই বাচ্চাটিকে ছেড়ে দেওয়া হয় এবং তার মাকে আটক করা হয়। বনগাঁ থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সাংসারিক অশান্তি নাকি অন্য কোনও কারণ লুকিয়ে আছে এই ঘটনার পেছনে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/04/screenshot-2025-09-04-152915-2025-09-04-15-29-45.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us