New Update
/anm-bengali/media/media_files/VqpB7h4KupyTxKSLYMaQ.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আজ দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এক নম্বর ব্লকের গোপালি গ্রাম পঞ্চায়েতের সালুয়া এলাকায় বিজেপির সদস্যতা অভিযান হয়। সেই সদস্যতা অভিযানে উপস্থিত হন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এই সদস্যতা অভিযান হওয়ার আগেই ওই অঞ্চলের বিজেপির প্রধান বিমল দাস জেলার বিভিন্ন নেতৃত্বদের ফোন করে বলেন দিলীপ দার এই সদস্যতা অভিযান নাকি দলবিরোধী। প্রসঙ্গত, গোপালীর বিজেপির প্রধান বিমল দাস তৃণমূলের কারণে বিভিন্ন সমস্যা হয়েছে। এই সমস্যার পর দিলীপ ঘোষকে বহুবার ফোন করা হয় কিন্তু তিনি নাকি ফোন ধরেননি বলে অভিযোগ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us