পরপর চুরি! মিলল সব বাইক ও ফোন

কোথা থেকে পাওয়া গেল এগুলি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-26 at 2.10.24 PM

হরি ঘোষ, অন্ডাল : চলতি মাসে অন্ডালের কাজোড়া মোড় সংলগ্ন এলাকায় পরপর দুটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় অন্ডাল থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে অন্ডাল থানার পুলিশ কাজোড়ার সর্ষেডাঙ্গার বাসিন্দা জগন্নাথ রুইদাস ও কাজোড়া মোড় ভূঁইয়াপাড়ার বাসিন্দা রাজা ভূঁইয়া নামে দুজনকে গ্রেফতার করে। তাদের দুর্গাপুর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ধৃতদের হেফাজতে নিয়ে উদ্ধার হয় বাইক ও মোবাইল ফোনগুলি।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আটটি মোবাইল ফোন। অন্যদিকে এলাকায় বাইক চুরি চক্রের সন্ধানে অন্ডাল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের সারোয়ান থানা এলাকার মধুপুরের মনীগড়ি গ্রাম থেকে গ্রেফতার করে বিজয় দাস (৪১)ও মনোজ কুমার মন্ডল (২৭) নামক দুই দুষ্কৃতীকে। তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটি বাইক। মঙ্গলবার এই দুই অভিযুক্তকে দুর্গাপুর আদালতে তোলা হয়। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চায়।

WhatsApp Image 2025-08-26 at 2.10.24 PM (1)