ভোটের প্রস্তুতি সারা, এবার অপেক্ষা শান্তিপূর্ণ ভোটের

'প্রথম পর্বের নির্বাচনের জন্য, আমাদের সমস্ত ব্যবস্থা ও সুযোগ-সুবিধা ঠিক আছে'।

New Update
WhatsApp Image 2024-04-18 at 12.41.33.jpeg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জলপাইগুড়িতেও আগামীকাল রয়েছে ভোটযুদ্ধ। প্রস্তুত জলপাইগুড়িও। এদিন জলপাইগুড়ির ডিএম শামা পারভীন বলেন, “প্রথম পর্বের নির্বাচনের জন্য, আমাদের সমস্ত ব্যবস্থা ও সুযোগ-সুবিধা ঠিক আছে। আমাদের জেলায় আমাদের দুটি ডিসিআরসি কেন্দ্র রয়েছে। তার মধ্যে একটি হল এই ক্যাম্পাস, এখান থেকে আমরা খাবারের ব্যবস্থা করছি ৫টি বিধানসভা কেন্দ্রের জন্যে। দ্বিতীয় ডিসিআরসি থেকে, ২টি বিধানসভা কেন্দ্রের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের জেলায় মোট ১৯২৫টি বুথ রয়েছে। এই বুথগুলির মধ্যে ১৪৯টি এমন বুথ রয়েছে যা মহিলা দ্বারা পরিচালিত হবে। আমাদের সমস্ত বুথ ECI নির্দেশিকা অনুযায়ী এইবারও CAPF-এর আওতায় থাকবে। ১৮টি বুথ নেটওয়ার্ক শ্যাডো এলাকায় পড়ে, তাই সেখানে ওয়েবকাস্টিং পাওয়া যাবে না। কিন্তু সেখানে সাধারণ সিসিটিভি থাকবে। মাইক্রো-অবজারভার নেটওয়ার্ক শ্যাডো বুথে নিয়োজিত থাকবে তাই, জেলায় মোট ১৯২টি মাইক্রো-অবজারভার মোতায়েন করা হয়েছে। জেলায় নিরাপত্তা বাহিনীর ৮৮টি কোম্পানি মোতায়েন করা হয়েছে”।

WhatsApp Image 2024-04-18 at 12.41.34.jpeg

wwhaaervgr.png

Add 1