সর্বদলীয় বৈঠকের পরেও থেকে যাচ্ছে আশঙ্কা

সর্বদলীয় বৈঠক হলেও পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের আতঙ্ক কাটছে না বিরোধীদের মধ্যে। শান্তি ও নিরপেক্ষ ভোট প্রক্রিয়া নির্বাচন কমিশন বজায় রাখতে পারবে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে।

author-image
Pritam Santra
New Update
election

নিজস্ব সংবাদদাতা: সর্বদলীয় বৈঠক হলেও পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের আতঙ্ক কাটছে না বিরোধীদের মধ্যে। শান্তি নিরপেক্ষ ভোট প্রক্রিয়া নির্বাচন কমিশন বজায় রাখতে পারবে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে।

বৃহস্পতিবার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হওয়ার পর শুক্রবার জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে সর্বদলীয় বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সিপিআইএম, বিজেপির প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন জামুরিয়ার বিডিও অরূনালোক ঘোষ, সিআই (এডিপিসি) সুশান্ত চট্টোপাধ্যায়, জামুড়িয়ার ওসি রাহুল দেব মন্ডল, কেন্দার আইসি সুকান্ত দাস, চুরুলিয়ার আইসি বিশ্বজিৎ রায়।

জেলা কংগ্রেস সভাপতি সোমনাথ চ্যাটার্জী জানান,সাধারণ মানুষ আর দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত চাইছে না। যার ফলে তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে। অবাধ শান্তিপূর্ণ ভোট হলে কংগ্রেস দুর্নীতি মুক্ত স্বচ্ছ পঞ্চায়েত গঠন করবে।‘

জামুরিয়া বিধানসভার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেত্রী কাকলি ঘোষ জানান,বিজয় সাহেব পুলিশের সিআই যে কথাগুলো বললেন সেগুলি যদি সত্যি হয় তাহলে বিজেপি জামুরিয়ায় ভালো ফল করবে। কিন্তু কতটা সুস্থ, শান্তিপূর্ণ, অবাধ ভোট হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে।‘

election

সিপিএম নেতা মনোজ দত্ত জানান,নমিনেশনের প্রথম দিন শান্তিপূর্ণভাবে কয়েকটা মনোনয়নপত্র জমা দিতে পারলেও আগামীকাল থেকে কী হবে সেটা বলা মুশকিল। গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাতে এবারও অবাধ শান্তিপূর্ণ ভোটের আশা করা যাচ্ছে না। যদি অবাধ শান্তিপূর্ণ ভোট হয় তাহলে বামফ্রন্ট জামুরিয়ায় ভালো ফল করবে।‘

তৃণমূল নেতা আব্দুল হাউস জানান,জামুরিয়ায় বরাবর শান্তিপূর্ণ ভোট হয়। নিজেদের প্রার্থী দিতে না পারা এবং বিরোধীদের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে, যার ফলে বিরোধী দলগুলো তাদের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। মমতা ব্যানার্জি সরকার যেভাবে সাধারণ মানুষের উন্নয়ন করেছে তাতে মানুষ তাকেই ভোট দেবেন।‘