New Update
/anm-bengali/media/media_files/2025/06/04/EVXw9jG3myEmPgROFCPY.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাইপুর বিএলআরও অফিসে স্বজনপোষণ ও অনৈতিক কাজকর্মের প্রতিবাদে এবং রাত্রি দশটা পর্যন্ত অফিস খোলা রাখার প্রতিবাদে অফিসে দালাল রাজ বন্ধের দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সারা ভারত কৃষক সভার রাইপুর এরিয়া কমিটির ডাকে আজ রাইপুর বিএলআরও অফিসে ডেপুটেশন দেওয়া হল।
/anm-bengali/media/post_attachments/160dae38-354.png)
দুই শতাধিক দলীয় কর্মী সমর্থক কৃষক মহিলা হাজির হয়েছিলেন এই ডেপুটেশনে। উপস্থিত ছিলেন প্রাক্তন সভাধিপতি পার্থ প্রতিম মজুমদার, ধ্রুবলোচন মণ্ডল, কৃষক সভার এরিয়া কমিটির সম্পাদক দীপক মন্ডল, তপন সাহা সহ প্রমূখরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us