New Update
/anm-bengali/media/media_files/2025/05/29/VrSG4RIbyD25MOwNJgKu.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: খারাপ আবহাওয়ার জন্যে আগেই সিকিম সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী। তখনই সবার আশঙ্কা হচ্ছিল মোদী বঙ্গে আসবেন তো? তবে বঙ্গবাসীকে হতাশ হতে দেননি মোদী। সিকিম সফর হয়নি তো কি হয়েছে, আলিপুরদুয়ারে পা রেখেছেন তিনি। বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজাসুজি চলে এসেছেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে।
যেখানে আজ দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ হাজির হয়েছেন জাতীয় পতাকা হাতে। ‘অপারেশন সিন্দুর’-এর বিরাট সাফল্যের পর এই প্রথমবার বাংলায় এলেন মোদী। তাই আজ যশস্বী প্রধানমন্ত্রীকে জাতীয় পতাকা দিয়েই স্বাদর আমন্ত্রণ জানাচ্ছেন আলিপুরদুয়ারবাসী।
/anm-bengali/media/post_attachments/5a05a784-aa2.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us